স্পোর্টস ডেস্ক, ঢাকা : আবার আর্জেন্টিনাকে জরিমানা করেছে ফিফা। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে ৩০ হাজার সুইস ফ্রা (৩৩ হাজার ২০০ ডলার) জরিমানা দিতে হচ্ছে।

বিশ্বকাপের আগে একটি প্রীতি ম্যাচের শুরুতে আর্জেন্টিনার খেলোয়াড়রা ইংল্যান্ডের অধীনে থাকা ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে রাজনৈতিক ব্যানার দেখানোয় এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে শুক্রবার জানিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

জুনে লা প্লাতায় স্লোভেনিয়ার বিপক্ষে ২-০ গোলে জেতা প্রীতি ম্যাচের আগে ‘ফকল্যান্ড দ্বীপপুঞ্জের বাসিন্দারা আর্জেন্টাইন’ লেখা একটি ব্যানার নিয়ে দাঁড়ায় আর্জেন্টিনার খেলোয়াড়রা।

ফিফা তাদের ওয়েবসাইটে জানায়, এতে রাজনৈতিক কর্মকান্ড ও দলের অসদাচরণ সংক্রান্ত আইন ভঙ্গ করেছে আর্জেন্টিনা।

অনেক বছর ধরেই আটলান্টিক মহাসাগরের ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিজেদের দাবি করে আসছে আর্জেন্টিনা। এ নিয়ে ১৯৮২ সালে দুই দেশের মধ্যে যুদ্ধও হয়েছিল। ইংল্যান্ড ১৮৩৩ সাল থেকে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ শাসন করছে।

এ মাসে আর্জেন্টিনার ফুটবল নিয়ন্ত্রক সংস্থাকে এটি ফিফার দ্বিতীয় দফা জরিমানা। ব্রাজিল বিশ্বকাপে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে খেলোয়াড়দের না আনায় ৩ লাখ সুইস ফ্রা জরিমানা করা হয় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে।

(ওএস/পি/জুলাই ২৬, ২০১৪)