ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : ঢাকা থেকে সোয়াবিন তেল বোঝাই ট্রাক বরিশাল যাওয়ার সময় ভাঙ্গায় ছিনতাই কারির কবলে পড়ে। এ সময় ভাঙ্গা থানা পুলিশ ছিনতাই কারী দলের ২ সদস্য খুলনা জেলার সেনপাড়া এলাকার ওহাব আলীর ছেলে আ. হালিম (২২) ও নড়াইল জেলার নরাগাতি এলাকার জহুর মুন্সীর ছেলে জামিনুর মুন্সী (২১) কে আটক করে।

এ ব্যাপারে গতকাল শনিবার ট্রাক চালক আশরাফ আলী হাওলাদার (৫০) বাদী হয়ে ভাঙ্গা থানায় দ্রুত আইন বিচারে একটি মামলা করেছে। আটককৃত ২ ছিনতাই কারীকে ৫ দিনের রিমান্ড চেয়ে ফরিদপুর আদালতে পাঠান হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ভাঙ্গা থানার এসআই সাইফুল আলম জানান, তেল বোঝাই ট্রাকটি ঢাকা থেকে বরিশাল যাওয়ার পথে মাদারীপুরের শিবচর উপজেলা মাওয়া ঘাটে আসলে যাত্রী বেশে ২ ছিনতাইকারী ট্রাকে উঠে চালক আশ্রাফ আলী ও হেলপার কামরুল হাওলাদার (২৫) কে কোমল পানিয় খাওয়ায়।

ট্রাকটি ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা পৌরসভার আতাদী মহল্লার ধান গবেষণা ইনস্টিটিউট কাছে আসলে চালক অল্প অল্প জ্ঞান হারায়। এ সময় চালক ও হেলপারকে পিটিয়ে ট্রাক থেকে নামিয়ে ট্রাকের নিয়ন্ত্রণ নেওয়ার কালে ভাঙ্গা থানা পুলিশ ছিনতাইকারী ২ জনকে আটক করে।

(এডি/এটিআর/জুলাই ২৬, ২০১৪)