বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রশিক্ষন ভাতা বিতরণ করা হয়েছে। 

শহর সমাজসেবা অফিস বৃহস্পতিবার সকালে শহরের আমলাপাড়া এলাকায় প্রশিক্ষন ভাতা বিতরণ করেন, বাগেরহাট- ৪ আসনের এমপি ডা. মোজাম্মেল হোসেন।

বাগেরহাট সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক এস এম রফিকুল ইসলামের সভাপতিত্বে ভাতা বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, শহর সমাজসেবা কর্মকর্তা মো. মনিরুজ্জামান, প্রশাসনিক কর্মকর্তা হুমায়ুন কবির প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, এই প্রশিক্ষনের ফলে বিলুপ্ত প্রায় কয়েকটি পেশায় দক্ষ জনবল তৈরি ও এসব পেশার প্রতি মানুষের আগ্রহ বাড়বে।

অনুষ্ঠানে সমাজসেবা অধিদপ্তরের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় বাগেরহাট শহরের নরসুন্দর, কামার, কুমার, মুচি ও ঋষিদের সর্বমোট ২০ জন ওস্তাদ এবং ৪০ জন প্রশিক্ষনার্থী সাগরেদের মাঝে ২ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়।

(এসএকে/এসপি/মে ১৬, ২০১৯)