মদন (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোণার মদনে  বৃহস্পতিবার সরকারি ভাবে খাদ্য গুদামে চাল ক্রয়ের আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী  কর্মকর্তা মোঃ ওয়ালীউল হাসান। মিলার জিতেশ বৈশ্যের নিকট থেকে ৩৬ টাকা কেজি দরে  ২০ মেঃ টন চাল ক্রয়ের মাধ্যমে এ কর্মসূচি উদ্বোধন করা হয়।

কর্মসূচিতে ১হাজার ২৪২ মেঃটন সিদ্ধ ও ২৮৫ মেঃ টন আতব চাল মিলারদের নিকট থেকে ক্রয় করা হবে। এ সময় উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান, কৃষি অফিসার মোঃ গোলাম রাসুল,মৎস অফিসার ওয়াহিদুল আবরার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ইলিয়াস আহমেদ, ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, কৃষকরা যাতে ধানের ন্যায মূল্য পায় সেই লক্ষে উপজেলার প্রান্তিক কৃষকদের কাছ থেকে ২০ মে সোমবার থেকে সরাসরি ধান ক্রয় শুরু করা হবে । এতে প্রতি কার্ডধারী প্রান্তিক কৃষক ২৬ টাকা কেজি দরে ২ মেঃটন ধান বিক্রি করার সুযোগ পাবেন।

(এএমএ/এসপি/মে ১৬, ২০১৯)