কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কাপাসিয়া উপজেলার  তরগাঁও মেডিকেল মোড়ে গতকাল বিকেলে খাবারের হোটেল ও বিভিন্ন দোকানে মোবাইল কোর্টের অভিযান চালানো হয়। বিকালে কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাঃ ইসমত আরা’র নেতৃত্বে মোবাইল কোট তরগাঁও বাজারে এলে অনেক দোকান দোকানদার বন্ধ করে পালিয়ে যায়। ঘন্টা ব্যাপী মোবাইল কোটি বাজার এলাকায় অবস্থান করার পরও কোন দোকানদারকে খুজে পাওয়া যায়নি। পরে মোবাইল কোট চলে যাওয়ার পর দোকানদারা আবার দোকান খুলে বসে।

এদিকে মোবাইল কোট ওই বাজারের রফির খাবারের দোকানে প্রবেশ করে সেখানে অনেক দিন আগের মেয়াদ উত্তীর্ণ ও পঁচা মাছ,মাংস,দই এক সাথে ফ্রিজের ভিতর পাওয়া যায়। ফ্রিজ খোলার সাথে সাথে পঁচা দুর্গন্ধ বের হতে থাকে পরে সেগুলো জব্দ করে পাশের ডাস্টবিনে ফেলে দেওয়া হয় । ওই সময় হোটেলের মালিক রফি দোকানে না থাকায় তার ছেলেকে সর্তক করেন এবং নগদ দশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানের সময় কাপাসিয়া থানা পুলিশের সদস্যরা সাথে ছিলেন। সুত্র জানান, রমজান মাসে আরো মোবাইল কোট পরিচালনা করা হবে।

(এসকেডি/এসপি/মে ১৭, ২০১৯)