ঠাকুরগাঁও প্রতিনিধি : ক্রীকেট বাজি খেলার জেরে ঠাকুরগাঁওয়ে আত্নহত্যা করেছে ববিতা (২৫) নামের এক গৃহবধূ।

স্থানীয় সূত্রে, জানাগেছে ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের বকশের হাট, উত্তর ঠাকুরগাঁওয়ের শনি মোহাম্মদের ছেলে জাহেরুল ইসলামের বছর পাঁচেক আগে বিয়ে হয় বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের পূর্ব কাদোশুখা গ্রামের এনতাজুল ইসলামের মেয়ে ববিতার সাথে। বিয়ের পর থেকেই ববিতা বুঝতে পারে তার স্বামী জাহেরুল আইপিএল জুয়াসহ বিভিন্ন জুয়া খেলায় আসক্ত। এরপর প্রতিবাদ করতে গেলে কোন কাজতো হয়ই না,উপরন্তু ব্যাপক মারধরের শিকার হতে হয় তাকে। এরই মধ্যে এক কন্যা সন্তানের জন্ম হয় তাদের ঘরে।মেয়ের দিকে তাকিও শুধরাতে পারেনি জাহেরুল।উপরন্তু আইপিএলসহ বিভিন্ন ধরনের জুয়ায় ক্ষতিগ্রস্ত হয় প্রচুর।

এরই জের ধরে বৃহস্পতিবার দিবাগত রাতে স্বামী-স্ত্রীর কথা কাটাকাটির ফাকে জাহেরুল প্রচুর মারধর করে ববিতাকে।রাত দুটার দিকে রাগে অভিমানে স্বামীর বাড়িতেই গলায় দড়ি দিয়ে আত্নহত্যা করে ববিতা।

এ ব্যাপারে ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) আশিকুর রহমান(পিপিএম) জানান,প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটা আত্নহত্যা।লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।রিপোর্ট পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

(এফ/এসপি/মে ১৭, ২০১৯)