নওগাঁ প্রতিনিধি : শুক্রবার বিকেল ৫টার দিকে নওগাঁ জেলার ওপর দিয়ে প্রবল ঝড়, শিলা ও বজ্রবৃষ্টি হয়েছে। ঝড়ে বিভিন্ন এলাকার গাছপালা ভেঙ্গে গেছে। এসময় পোরশায় বজ্রপাতে শফিনুর বিষু(৩২) ও হাসান(৩০) নামে  ২ জন ধান কাটা শ্রমিক নিহত ও বুলবুল (৩২) নামে অপর একজন আহত হয়েছেন।

নিহত শফিনুর গানইর গ্রামের আজাদের ছেলে এবং হাসান চাঁপাইনবাবগঞ্জ জেলার শীবগঞ্জ উপজেলার পাঠালীতলা গ্রামের মতিউরের ছেলে। আহত বুলবুল গানইর গ্রামের আব্দুল্লার ছেলে।

জানা গেছে, ঘটনার সময় তারা নিতপুর গানইর গ্রামের মালিপুকুর এলাকায় বোরো ধান কাটছিল। এসময় হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই শফিনুর ও হাসান মারা যায়। সেখানে বুলবুল আহত হয়। আহত বুলবুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঝড় ও শিলাবৃষ্টিতে জেলার মাঠে থাকা বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে।

পোরশা থানা অফিসার ইনচার্জ শাহিনুর রহমান বজ্রপাতের ঘটনায় দুই জনের মৃতুর কথা নিশ্চিত করেন।

(বিএম/এসপি/মে ১৭, ২০১৯)