তুমি ছিলে বলেই

তুমি ছিলে বলেই, আজ কোটি কোটি বাঙালীর গর্বের দিন
তুমি আলোর পথের দিশারী
১৯৮১ সালের এই দিনে তুমি ফিরে এসেছিলে বাংলায়
সেদিন সাহসী বাঙালী লাখো কণ্ঠে শ্লোগান ধরেছিল জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
তুমি এসেছিলে বলেই, বাংলা আজ বাঙালীর বাংলা
তুমি এসেছিলে বলেই, বাংলা আজ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা।
হে বিশ্ব মানবতার জননী
তুমি ছিলে বলেই, রাজাকারদের হুংকার ফাঁসির মঞ্চে ঝুলে গেছে
তুমি বাঙালীর দাবী মেনেছিলে বলেই, বঙ্গবন্ধু হত্যার বিচার
শেষ হয়েছে স্বাধীন বাংলার মাটিতে।
হে উন্নয়নের রূপকার
তুমি এসেছিলে বলেই, বিশ্ব ব্যাংকের সঙ্গে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে
বাঙালীর ঘামের টাকায় পদ্মা সেতু আজ দৃশ্যমান।
বিশ্ববুকে মাথা উঁচু করে এগিয়ে চলছে প্রিয় বাংলাদেশ
তুমি রাষ্ট্রনায়ক আছ বলেই, বাংলাদেশ আজ ডিজিটাল বাংলাদেশ
আজকের এই দিনে তোমার সংগ্রামী চেতনার শুভেচ্ছা জানাই।
পরম করুনাময়ের কাছে প্রার্থনা করি, তুমি শতায়ু হয়ে বেঁেচ থাকো
বেঁচে থাকো, তোমার কর্মে, প্রতিটি বাঙালীর হৃদয়ে চিরকাল-অনন্তকাল।