সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোনা) : সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য বাংলাদেশ আওয়ামীলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক নেত্রকোনা-৩ আসনের এম.পি অসীম কুমার উকিল বলেছেন, বাংলাদেশ আওয়ামীলীগ সভাপতি বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনা একজন সৎ দক্ষ ও কর্মঠ প্রধানমন্ত্রী।

তিনি বলেন, স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়নে শেখ হাসিনার নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। অনুসরণ করতে হবে তার সততা দক্ষতা নিষ্ঠা ও সাহসীকতাকে। গভর্নেন্স ইনোভেশন ইউনিট, প্রধানমন্ত্রীর কার্যালয়ের তত্বাবধানে ও কেন্দুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়নে এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-ইমরান রুহুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন নেত্রকোনার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মাহমুদ। কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন ভূঞা, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার সুমি, সহকারী কমিশনার (ভূমি) শিরিন সুলতানা, কেন্দুয়া পৌরসভার মেয়র মোঃ আসাদুল হক ভূঞা, প্রেসক্লাবের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঞা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা সহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান, বিভাগীয় কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সুশিল সমাজের প্রতিনিধি, শিক্ষক ও সাংবাদিকবৃন্দ।

কর্মশালার সভাপতি ইউএনও আল-ইমরান রুহুল ইসলাম বলেন, স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়নে সকলকে সৎ ও কমঠ হতে হবে। তিনি ঠিকাদারদের উদ্দেশ্যে বলেন, সকল প্রকার উন্নয়নমূলক কাজে ঠিকাদারগণকে সৎ ও দেশপ্রেমের মনোভাব নিয়ে কাজ করতে হবে। পরে বিভিন্ন গ্রুপের নেতারা (এসডিজি) বাস্তবায়নের বিভিন্ন বিষয় উপস্থাপন করেন।

(এসবি/এসপি/মে ১৮, ২০১৯)