গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে ২০১৯ বোরো মৌসুমের ধান-চাল ক্রয় অভিযানের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে গোলাপবাগ খাদ্য গুদামে প্রধান অতিথি পৌর মেয়র উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান সরকার কৃষকের কাছ থেকে ধান ক্রয় করে  খাদ্য সংগ্রহ মৌসুমের শুভ উদ্বোধন করেন।

গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার ছাহেরা বানু, উপজেলা খাদ্য কর্মকর্তা আব্দুল আহাদ, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি প্রধান আতাউর রহমান বাবলু, উপজেলা ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম সরকার তাজু, বিশিষ্ট ব্যবসায়ী শরিফুল ইসলাম রাজু ও আব্দুল ওয়াহাব মুন্নু প্রমুখ।

এর আগে মহিমাগঞ্জ খাদ্য গুদামে প্রধান অতিথি হিসেবে গোবিন্দগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান এবং বিকেলে কামদিয়া খাদ্য গুদামে কামদিয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোশাহেদ হোসেন চৌধুরী বাবলু ধান-চাল সংগ্রহ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

জেলা চাউলকল মালিক সমিতির সভাপতি আলহাজ্ব নাজির হোসেন প্রধান, প্রবীণ আওয়ামীলগি নেতা ময়নুল হক সরকার, মহিমাগঞ্জ চালকল মালিক সমিতির সভাপতি আবু রায়হান চৌধুরী, সাধারণ সম্পাদক রেজাউল করিম, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম প্রধান, চালকল মালিক প্রভাষক শাহ মোসফিকুর রহমান মিলন, কৃষক রেজাউল করিম, ব্যবসায়ী শাহারুল ইসলাম চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

উপজেলা খাদ্য বিভাগ সুত্রে জানা গেছে, চলতি মৌসুমে গোবিন্দগঞ্জ উপজেলায় ৯শ’ ৪২ মেট্রিক টন ধান, ১০হাজার ৪২ মেট্রিক টন আতব চাল ও ১০ হাজার ৭শ’ ৯৯ মেট্রিক টন সিদ্ধ চাল ক্রয় করা হবে ।

(এসআরডি/এসপি/মে ১৮, ২০১৯)