মাগুরা প্রতিনিধি : মাগুরায় বিড়ির  উপর বৈষম্যমুলক অতিরিক্ত শুষ্ক প্রত্যাহারের  দাবিতে মানববন্ধন ও  সমাবেশ হয়েছে ।

রবিবার সকাল সাড়ে ১১ টায় শহরের নতুন বাজার ড.বীরেন শিকদার এমপি বাসভবনের সামনে বিড়ি ভোক্তা পক্ষ মাগুরা অঞ্চল এ মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে ।

মানববন্ধনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিড়ি ভোক্তা পক্ষ মাগুরা অঞ্চলের সভাপতি মনজিৎ কুমার, সাধারণ সম্পাদক সাইমুন পারভেজ, সদস্য মুন্সি রফিকুল ইসলাম, জাহিদুর ইসলাম ও আবু জাফর মোল্যা প্রমুখ ।

সমাবেশে বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর হাতে গড়া বিড়ি শিল্পকে কুটির শিল্পতে পরিণত করতে হবে । এ শিল্পকে বাঁচিয়ে রাখতে অবিলম্বে বিড়ির উপর সকল বৈষম্যমুলক অতিরিক্ত শুষ্ক প্রত্যাহার করতে হবে ।

তাছাড়া মানববন্ধনে বক্তারা, সরকারের কাছে বিড়ি ভোক্তার পক্ষ থেকে ৭ দফা দাবি ও বিড়ির উপর সকল প্রকার ট্যাক্স প্রত্যাহারের দাবি জানান। মানববন্ধনে বিড়ি ভোক্তা পক্ষ মাগুরা অঞ্চলের শতাধিক শ্রমিক অংশ নেয় ।

(ডিসি/এসপি/মে ১৯, ২০১৯)