গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে অল্প খরচে মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসরণ প্রকল্প (২য় পর্যায়ের) আওতায় মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার দুপুরে উপজেলা মৎস্য সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের পুনতাইড় গ্রামের সিরাজুল ইসলাম সুমনের পুকুর পাড়ে এ মাঠ দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা মৎস্য কর্মকর্তা আব্দুদ দ্যাইয়ান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদিপ কুমার সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা অতিরিক্ত মৎস্য সম্প্রসারন অফিসার রাশেদুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মৎস্যচাষী আনারুল ইসলাম, মৎস্যচাষী আবু সুফিয়ান, মৎস্যচাষী জাহিদুর ইসলাম, মৎস্যচাষী জাহাঙ্গীর আলম, মৎস্যচাষী আব্দুর রশিদ ধলু,মৎস্যচাষী সামছুল হুদা, মৎস্য চাষী আব্দুল ওয়াহেদ, মৎস্যচাষী রহিম বাদশা, মৎস্য চাষী লিটনসহ অন্যান্য মৎস্য চাষী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

(এস/এসপি/মে ২০, ২০১৯)