রঞ্জন কৃষ্ণ পন্ডিত, টাঙ্গাইল : টাঙ্গাইলে সরকার নির্ধারিত মূল্য ১ হাজার ৪০ টাকা মণ ধান সংগ্রহ শুরু হয়েছে।

সোমবার সকালে জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. কামাল হোসেন জেলা গুদামগারে স্থানীয় প্রান্তিক চাষীদের নিকট থেকে ধান ক্রয় করে এ কার্যক্রমের উদ্ভোধন করেন। সরকারের নির্দেশনা অনুযায়ী এ কার্যক্রম আগামী আগস্ট মাস পর্যন্ত চলবে।

এ সময় উপস্থিত ছিলেন, বেতকা গুদামাগারের সংরক্ষণ ও চলাচল কর্মকর্তা মো. সায়েদুর রহমান, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এন এম রফিকুল আলম, জেলা কৃষক লীগের মৎস্য ও প্রাণী বিষয়ক সম্পাদক মোহম্মদ আলী ভুইয়া, প্রান্তিক কৃষক হামিদুল হক ভুইয়া, হাজী আব্দুর রশিদ মিয়া, কৃষক নেতা আমিনুর রহমান প্রমুখ।

ধান সংগ্রহের উদ্ভোধনের প্রথম দিনেই উপজেলার বিভিন্ন প্রান্তিক চাষীদের কাছ থেকে মোট ৬ মেট্রিকটন ধান ক্রয় করেন।

(আরকেপি/এসপি/মে ২০, ২০১৯)