মুখোশ

মানুষ ধারী মুখোশ পড়া
চিনতে পারেনা সরল যারা,
তবুও সরল ভালো বাসে
মুখোশ পড়ে থাকে তারা।
-
ভালোবাসা সরল মনে
মন দিয়ে দেয় অকারণে,
তখন তারা কাছে আসে
ভালো বাসে শুধু স্বরণে।
-
সরল সোজা যে জন আছে
চায়না বুঝতে গরল মনে,
টাকা-পয়সা ভালোবাসে
টাকা ফুরালে চলেনা সনে।
-
আমি বিশ্বাস করি তবুও
মাওলা করেছেন সৃষ্টির সেরা,
পাইনা কষ্ট তাদের ছলনায়
একদিন আসবে কাছে তারা।
-
অবুঝ থাকে জন্ম থেকে
বুঝতে পারে যৌবন বয়সে,
একথাই করি বিশ্বাস
যতদিন দেহে থাকে নিশ্বাস।
-
খারাপ ভাবলে ভালো বলবো
ভুল ভেঙ্গে সঙ্গে চলবে,
একদিন দুদিন তিনদিন পরে
নিজেই তার মুখোশ খুলবে।