রাজশাহী প্রতিনিধি : রাজশাহী মহানগরীর প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের সামনে পূর্ব শত্রুতার জের ধরে বোমা হামলায় দু’জন গুরুতর আহত হয়েছেন।

শনিবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত রাজপাড়া এলাকার আব্দুল জলিলের ছেলে সোহেল (২৭) ও আনিসুর রহমানের ছেলে শিশিরকে (২৬) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে বোমার আঘাতে সোহেলের বাম হাত শরীর থেকে প্রায় বিচ্ছিন্ন ও শিশির বুকে আঘাত পেয়েছেন।

স্থানীয়রা জানান, ভেড়ীপাড়া এলাকার চিহ্নিত সন্ত্রাসী রফিকের ছেলে রাকিবের সঙ্গে শিশির ও সোহেলের শত্রুতা ছিলো। শনিবার রাতে প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের সামনের রাস্তায় রাকিব তাদের দু’জনকে একসঙ্গে পেয়ে পরপর দুইটি হাত বোমা ছোড়ে।

এতে একটি বোমা বিস্ফোরিত হয়ে সোহেলের বাম হাত ও শিশিরের বুক গুরুতর জখম হয়। এ ঘটনার পরে রাজপাড়া ও ভেড়ীপাড়ার মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

মহানগরীল রাজপাড়া থানার ওসি খান মোহাম্মদ এরফান জানান, ঘটনা শোনার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে বিস্ফোরিত বোমটিসহ যে বোমটি বিস্ফোরণ হয় নি সেসব আলামত সংগ্রহ করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত।

ঘটনার সঙ্গে জড়িত রাকিবকে ধরতে পুলিশ ইতোমধ্যেই অভিযান শুরু করেছে বলেও জানান ওসি।

(ওএস/এইচআর/জুলাই ২৭, ২০১৪)