নওগাঁ প্রতিনিধি : সোমবার রাতে নওগাঁ শহরের ডাবপট্টি ও কাপড়পট্টির তিব্বত মার্কেট ও খাঁস নওগাঁয় অভিযান চালিয়ে জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল বিপুল পরিমান নকল ও ক্ষতিকর কোমল পানীয় উদ্ধার করেছে। এসব নকল পানীয় বিক্রির দায়ে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার জেলা ডিবি কার্যালয়ে আয়োজিদ এক প্রেস কনফারেন্সে এমন তথ্য জানানো হয়।

জানা গেছে, আকিজগ্রুপের পন্য স্পীড এর লোগো ব্যবহার করে মিনি পলিপ্যাক কোমল পানীয় সারা শহর ছেয়ে গেছে। যা শরীরের জন্য ক্ষতিকর। এসব প্যাকেটের দাম ৫টাকা হলেও শিশুদের আকৃষ্ট করতে প্রতিটি প্যাকেটের সঙ্গে ১টি করে বেলুন ও এক টাকার কয়েন যোগ করে প্যাকেটজাত করা হয়েছে। এ যেন টাকা দিয়ে টাকা কেনা। ফলে শিশুরা সহজেই এই কোমল পানীয়র প্রতি আকৃষ্ট হয়ে কিনছে। এই নকল পন্যটি তৈরী করে বাজারজাত করেছে শহরের ‘হোসেন ফুডস্ প্রোডাক্টস’ নামে একটি প্রতিষ্ঠান।

জেলা গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর কেএম সামছুদ্দিন বলেন, কোমল পানীয় স্পীড প্লাস্টিকের বা টিনের বোতলে বাজারজাত করা হয়। কিন্তু এই পন্যটি পলিথিনের প্যাকেটে বাজারজাত করা হচ্ছে। পন্যটি নকল ও শরীরের জন্য ক্ষতিকর।

(বিএম/এসপি/মে ২১, ২০১৯)