রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : ডিজিটাল পদ্ধতির কারণে আমাদানী-রপ্তানীতে ধ্বস নামায় দেশের দ্বিতীয় বৃহত্তম সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরের সকল প্রকার কার্যক্রম বন্ধ হয়ে গেছে। ভারতের ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্ট কর্মচারী ও কার্গো ওয়েলফেয়ার এসোসিয়েশান মঙ্গলবার থেকে চার দিনের ধর্মঘটের ডাক দেওয়ায়  দ্বিতীয় দিন বুধবার সকাল থেকে বন্দরের আমদানী-রপ্তানী কার্যক্রম বন্ধ হয়ে যায়। 

ভোমরা সিএন্ডএফ এ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ জানান, চলতি সপ্তাহে ভারতীয় কাষ্টমসের নির্দেশে ঘোজাডাঙ্গা শুল্ক ষ্টেশনে অনলাইনে (ডিজিটাল পদ্ধতিতে) দাপ্তরিক কার্ডক্রম শুরু হয়। এর ফলে ভোমরা ও ঘোজাডাঙ্গা বন্দরের আমদানী-রপ্তানী কার্যক্রম ৭০ ভাগ হ্রাস পায়।

এর প্রতিবাদে ভারতের ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্ট কর্মচারী ও কার্গোওয়েল ফেয়ার এসোসিয়েশান মঙ্গলবার সকাল থেকে চার দিনের ধর্মঘটের ডাক দেয়। ধর্মঘটের প্রভাবে ভোমরা বন্দরের বিপরীতে ভারতের ঘোজাডাঙ্গা এলাকায় বুধবার সকালে প্রায় তিন হাজার আমদানীজাত পন্যবাহী ট্রাক আটকে পড়েছে বলে ব্যবসায়ীরা জানান।

ভোমরা বন্দরের সহকারি কমিশনার নিয়ামুল ইসলাম জানান, ধর্মঘটের কারণে চারদিনে কমপক্ষে বাংলাদেশের চার কোটি টাকার রাজস্ব ক্ষতি হবে।

(আরকে/এসপি/মে ২২, ২০১৯)