সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোনা) : নেত্রকোনার কেন্দুয়ায় খাদ্য বিভাগের উদ্যোগে কৃষকের বাড়ি বাড়ি গিয়ে ন্যায্য মূল্যে ধান কেনা শুরু হয়েছে।

বুধবার দুপুরে উপজেলার দলপা ইউনিয়নের বেখৈরহাটি গ্রামে গিয়ে ১০৪০ টাকা মন দরে অভ্যন্তরিন বোরো সংগ্রহের আওতায় ধান কেনা কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-ইমরান রুহুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃ জয়নুল আবেদীন, ভারপ্রাপ্ত উপজেলা কৃষি কর্মকর্তা দিলশাদ জাহান, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আতিকুর রহমান, ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমের বিভিন্ন সাংবাদিকবৃন্দ।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষকদের উদ্দেশ্যে বলেন, প্রতি কেজি ২৬ টাকা দরে প্রকৃত প্রান্তিক কৃষকের কাছ থেকে ৫৮৪ মেট্রিকটন মানসম্পন্ন ধান কেনা হবে। এতে কোন অনিয়ম দূর্নীতি হলে সরাসরি আমাকে জানাবেন আমি এর ব্যবস্থা নেব। ন্যায্য মূলে ধান বিক্রি করতে পেরে কৃষকরা খুব খুশি।

বেখৈরহাটি গ্রামের কৃষক সাহজারুল ইসলাম বলেন, জীবনের প্রথম আমরা ন্যায্যমূলে সরকারি ভাবে ধান বিক্রি করতে পারছি। এজন্য সরকারের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।

(এসবি/এসপি/মে ২২, ২০১৯)