নড়াইল প্রতিনিধি : মেয়াদোত্তীর্ণ জুস না নেওয়ায় ঢাকা সিএমএম কোর্টের ম্যাজিস্ট্রেট আশিকুর রহমান ও তার বন্ধু ফারুক হোসেনকে লাঞ্ছিত করেছেন এক মুদি দোকানদার ও তার দুই ছেলে।

নড়াইলের লোহাগড়ার কুন্দসী মোড়ে শনিবার ইফতারের আগে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ইফতারের আগে ম্যাজিস্ট্রেট আশিকুর রহমান ও তার বন্ধু ফারুক হোসেন কুন্দসী মোড়ের মহসিনের মুদি দোকানে জুস কিনতে যান। কিন্তু মেয়াদোত্তীর্ণ জুস দেওয়ায় ওই ম্যাজিস্ট্রেট তা নিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে বাদানুবাদের একপর্যায়ে দোকানদার মহসিনসহ তার দুই ছেলে কামরুল ও ইমরান শিকদার তাকে লাঞ্ছিত করেন।

খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দোকানদার ও তার দুই ছেলে পালিয়ে যান।

লোহাগড়া থানার এসআই নয়ন পাটোয়ারি জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

ম্যাজিস্ট্রেট আশিকুর ছুটিতে গ্রামের বাড়ি লোহাগড়া উপজেলার মঙ্গলহাটায় যাচ্ছিলেন।

(ওএস/এইচআর/জুলাই ২৭, ২০১৪)