মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি : বৃষ্টির দেখা পেল মির্জাগঞ্জ উপজেলাবাসী। এতে মানুষ ফেলছে স্বস্তির নিঃশ্বাস। এছাড়া রমজান মাস হওয়ায় রোজাদারদের মধ্যেও ফিরেছে কিছুটা প্রশান্তি।

বুধবার রাত সোয়া একটার দিকে বৃষ্টির সাথে ঝড়ো বাতাস শুরু হলে স্বস্তি নেমে আসে সকলের মাঝে। রমজান শুরুর পর থেকে মানুষ বৃষ্টির জন্য প্রতিনিয়ত অপেক্ষায় ছিলেন। আর সেই অপেক্ষার অবসান ঘটলো বুধবার রাতে। ঘূর্ণিঝড় ফণীর আঘাতের পরবর্তী সময় থেকে তীব্র তাপদাহের পর এ বৃষ্টি হওয়ায় গতকাল বৃহস্পতিবার সকাল থেকে কমেছে তাপমাত্রা। এতে অতিষ্ঠ জনজীবনে স্বস্তি ফিরেছে এসেছে। পবিত্র মাহে রমজানের প্রথমদিন থেকেই ভ্যাপসা গরম পড়তে শুরু হয় এবং ভ্যাপসা গরমে অতিষ্ঠ উপজেলাবাসীকে স্বস্তির পরশ বুলিয়ে দিয়েছে বৃষ্টি। সুবিদখালী লঞ্চঘাট এলাকার রোজাদার মোঃ রফিক হাওলাদার বলেন, প্রচন্ড তাপদাহের কারনে অস্থির হয়ে পড়েছিল মির্জাগঞ্জের মানুষ। তাপদাহ যেন দিন দিন বেড়েই চলছিল। খরতাপে দগ্ধ উপজেলাবাসীর জীবনে জ্যৈষ্ঠের বৃষ্টিতে স্বস্তি মিলেছে।

(ইউজি/এসপি/মে ২৩, ২০১৯)