বাগেরহাট প্রতিনিধি : হাইকোর্ট ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিষিদ্ধ ঘোষিত ৫১টি পন্যে মধ্যে একটি মধুমতি লবণ রাখার দায়ে মোংলার একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের বিচারক। 

বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম মোংলা শহরের ব্যবসায়ী প্রতিষ্ঠান মেসার্স কে আর ট্রেডিংকে এই জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম জানান, হাইকোর্ট ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিষিদ্ধ ঘোষিত লবণ রাখার জন্য মেসার্স কে আর ট্রেডিংকে ৫০ হাজার জরিমানা করা হয়েছে। কে আর ট্রেডিং’র গুদামে ৭ হাজার ৭শ কেজি লবন ছিলো যার আনুমানিক মূল্য ১ লাখ ৫৪ হাজার টাকা। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারা মোতাবেক এই জরিমানা করা হয়েছে। জরিমানা টাকা পরিশোধের পর বাতিলকৃত মধুমতি লবণ খালে ফেলে বিনষ্ট করা হয়েছে।

(এসএকে/এসপি/মে ২৩, ২০১৯)