স্পোর্টস ডেস্ক : ৮০ মিলিয়ন ইউরোর বিনিময়ে ফরাসি ক্লাব মোনাকো ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেন হামেস রদ্রিগেজ। এতোটা পারিশ্রমিক দিয়ে কলম্বিয়ান এই তারকাকে কিনে ভুল করেনি রিয়াল।

ক্লাবে যোগ দিতে না দিতেই প্রমাণ করতে শুরু করেছেন রদ্রিগেজ। ফুটবল দুনিয়ায় তার জার্সি কিনতে ধুম পড়েছে। মাত্র দুই দিনেই রদ্রিগেজের নাম লেখা তিন লক্ষ ৪৫ হাজার ‘১০ নম্বর’ রেপ্লিকা জার্সি বিক্রি করেছে রিয়াল।

মজার বিষয় হচ্ছে, মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই জার্সি বিক্রি করে ২০ মিলিয়ন পাউন্ড ট্রান্সফার-ফি তুলে নিয়েছে ইউরোপের সেরা ক্লাবটি। যা এক কথায় রেকর্ড।

তা ছাড়া গড়ে এক মিনিটে ১৫টি জার্সি বিক্রি করেছে রিয়াল। যে হারে রদ্রিগেজের জার্সি বিক্রি হচ্ছে তাতে অর্ধেক টাকা দ্রুত উঠে আসবে বলেই মনে করছেন ফুটবলবোদ্ধারা।

এ সব রদ্রিগেজকে ব্রাজিল বিশ্বকাপ দিয়েছে! মাত্র ৫ ম্যাচে ৬ গোল করে গোল্ডেন বুট জিতেছেন তিনি। নিজেকে নতুন করে পরিচয় করিয়ে দেন ফুটবলবিশ্বে। যে কারণে রদ্রিগেজের জার্সি পছন্দ করছেন ফুটবলপ্রেমীরাও।

(ওএস/এইচআর/জুলাই ২৭, ২০১৪)