নড়াইল প্রতিনিধি : অসহায় ও দুস্থ্য মানুষের কল্যাণে নড়াইলের লোহাগড়ায় একটি বৃদ্ধাশ্রম নির্মাণ করা হচ্ছে। ইতোমধ্যে বৃদ্ধাশ্রমের জন্য জায়গা নির্ধারণ করা হয়েছে। আগামী ২৬ মে খুলনা বিভাগীয় কমিশনার মো. লোকমান হোসেন বৃদ্ধাশ্রমের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করবেন। প্রশাসনের সাথে সংশ্লিষ্ট একটি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা’র একান্ত উদ্যোগে জেলার লোহাগড়া উপজেলায় একটি আধুনিক মানের বৃদ্ধাশ্রম নির্মিত হতে যাচ্ছে। লক্ষ্মীপাশা মৌজায় পরিত্যক্ত ডাক বাংলো এলাকায় এ বৃদ্ধাশ্রম নির্মাণ করা হবে। প্রায় ২৪ শতাংশ জমির উপর এ বৃদ্ধাশ্রম নির্মিত হবে। জেলা গৃহহায়ন ও গণপূর্ত বিভাগের অর্থায়নে বৃদ্ধাশ্রম নির্মিত হবে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম এম আরাফাত হোসেনের নেতৃত্বে একটি দল বৃদ্ধাশ্রম নির্মাণের জন্য প্রাথমিক কাজ শুরু করেছেন বলে জানা গেছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম এম আরাফাত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

(আরএম/এসপি/মে ২৫, ২০১৯)