চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদার জাহাজপোতা সীমান্তে অভিযান চালিয়ে তিন লাখ টাকার গহনা আটক করেছে বিজিবি।

আটক করা গহনার মধ্যে রয়েছে, সিটি গোল্ডের ১ হাজার ৬১৫ পিস গলার চেইন, ১ হাজার ৪৩২ জোড়া কানের দুল, ২৫০ পিস ব্যান্ড, ৭১ পিস ঘড়ির ব্যান্ড, ৪৩২ পিস নাকের নোলক, ৯৬ জোড়া আংটি, ২২৬ পিস পুতির মালা, ৭২ পিস কাকড়া, ২৮৮ পিস ক্লিপ, ১৪৪ পিস খোপার ব্যান্ড। এছাড়া ৫০ কেজি ভারতীয় সারও আটক করা হয়।

রবিবার ভোর ৫টার দিকে এগুলো আটক করা হয়।

বিজিবি জানায়, রবিবার ভোরে চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম মনিরুজ্জামানের নেতৃত্বে মুন্সীপুর বিজিবি ক্যাম্পের কমান্ডার আব্দুল মতিন ফোর্সসহ জাহাজপোতা সীমান্তে ওৎ পেতে ছিল। এ সময় ৪ থেকে ৫ চোরাকারবারীকে দেখে চ্যালেঞ্জ করলে তারা ৫টি প্লাস্টিকের বস্তা রেখে পালিয়ে যায়। পরে বস্তা তল্লাশি করে এসব মালামাল আটক করা হয়।

(ওএস/এইচআর/জুলাই ২৭, ২০১৪)