স্টাফ রিপোর্টার : সিঙ্গাপুর ই-গভর্নমেন্ট লিডারশিপ সেন্টার ও ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর আয়োজিত ‘ডেভলপিং ডিজিটাল গভর্নমেন্ট স্ট্র্যাটেজিস : অ্যান ওরিয়েন্টেশন প্রোগ্রাম অন ই-গভর্নেন্স’ শীর্ষক কর্মশালায় অংশ নিতে সিঙ্গাপুর গেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

রবিবার (২৬ মে) দুপুরে সিঙ্গাপুরের উদ্দেশে তিনি ঢাকা ত্যাগ করেন । এ সময়ে স্পিকারকে বিদায় জানাতে সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

২৬ থেকে ৩০ মে কর্মশালাটি অনুষ্ঠিত হবে। সফর শেষে স্পিকার আগামী ৩১ মে দেশে ফিরবেন।

(ওএস/এসপি/মে ২৬, ২০১৯)