সুজানগর (পাবনা) প্রতিনিধি : পাবনার সুজানগর উপজেলার আহম্মদপুর ইউনিয়নের চরগোবিন্দপুর গ্রামে সুনীল কুন্ডুর বাড়ী থেকে নকল ঘি সহ শ্রী মিলন ঘোষ খাঁটি গাওয়া ঘি নামক কারখানা জব্দ করা হয়েছে। নির্বাহী ম্যাজেস্ট্রেট খন্দকার মাহমুদুল হাসান ও সুজানগর উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ যৌথ অভিযান পরিচালনায় নকল ঘি ও ঘি তৈরীর কারখানা প্রায় ১৬ লাখ টাকার মালামাল জব্দ করেছে।

নির্বাহী ম্যাজেস্ট্রেট খন্দকার মাহমুদুল হাসান জানান গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৭ ঘটিকায় অভিযান পরিচালনা করলে, বাড়ীর পিছন গেট দিয়ে কারখানার লোকজন পালিয়ে যায়। এসময় বাড়ীর বিভিন্ন ঘর থেকে নকল ঘি, ঘি তৈরীর কাঁচা মাল জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ১৬ লাখ টাকা। নকল ঘি ও ঘি তৈরীর কাঁচা মাল ধংস করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ বলেন এ ধরণের নকল ও ভেজাল পণ্য উৎপাদনের আমাদের অভিযান অব্যাহত থাকবে। চরগোবিন্দপুর গ্রামের ফিরোজ হোসেন জানান সোনাতলার কালু ঘোস ও মিলন ঘোস এ বাড়ী ভাড়া নিয়ে র্দীঘদিন যাবত নকল ঘি তৈরী করে আসছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ আব্দুল লতিফ।

(এস/এসপি/মে ২৬, ২০১৯)