ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ঈশ্বরদীতে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে ৩৬ বছর ধরে প্রবাসে থাকা সিদ্দিক বাবুল নামে ঈশ্বরদীর এক প্রবাসীর নামে পাবনা আদালতে চাঁদাবাজির মামলা হয়েছে। 

সাজানো বুঝতে পেরে ঈশ্বরদী থানা এই মামলা গ্রহণ না করলে পাবনার অতিরিক্ত চীফ জুডিশিয়াল আমলী আদালত-২ (ঈশ্বরদী) তে মামলাটি দায়ের করা হয়েছে। তবে বিজ্ঞ আদালত অভিযোগ তদন্তের জন্য ঈশ্বরদী থানায় পাঠিয়েছে। মামলাটি দায়ের করেছেন ঈশ্বরদীর রেল গেট এলাকার জনৈকা রোকেয়া সুলতানা। মামলায় ঈশ্বরদীর ২ জন শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও স্থানীয় পত্রিকার ১ সম্পাদকের নামও রয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয় গত ৪ঠা মে ঈশ্বরদী থানার ৫০ গজের মধ্যে আসামী ব্যবসায়ী আহসান হাবিব, সৌদি প্রবাসী সিদ্দিক বাবুল, সাপ্তাহিক সমকোণ পত্রিকার সম্পাদক আব্দুল মান্নান টিপু, ব্যবসায়ী তুহিন চৌধুরী ও ফেলা রেলগেট এলাকার গৃহবধূ রোকেয়া সুলতানার নিকট ৫ লাখ টাকা চাঁদা দাবি করেছেন। আদালত হতে গত ২৩ মে মামলাটি ঈশ্বরদী থানায় তদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানা গেছে।

মামলাটির তদন্তকারী কর্মকর্তা ঈশ্বরদী থানার সাব-ইন্সপেক্টর (এসআই) ইব্রাহিম হোসেন খান জানান, মামলাটির তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

তিনি জানান, সিদ্দিক বাবুল নামে যাকে ২ নং আসামী করা হয়েছে তিনি গত ৩৬ বছর ধরে সৌদি আরবে এ্যারাবিয়ান গালফ নামের একটি কোম্পানিতে কর্মরত রয়েছেন বলে প্রথমিক ভাবে তিনি জেনেছেন।

(এসকেকে/এসপি/মে ২৬, ২০১৯)