পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি : বরগুনার পাথরঘাটায় ১১ঘন্টা ধরে বিদ্যুৎ না থাকার কারনে সাধারণ জনগন ক্ষুদ্ধ হয়ে বিক্ষোভ মিছিল করে বিদ্যুৎ অফিস ঘেরাও করে কর্মকর্তাদেরকে অবরুদ্ধ করে রাখে।

রবিবার (২৬ মে) দিবাগত রাত ১২টার দিকে পাথরঘাটার সকল স্তরেের মানুষ একত্রিত হয়ে পৌর শহরের শেখ রাসেল স্কয়ারে অবস্থান নিয়ে মিছিল দিয়ে অফিস ঘে রাও করে।

পরে পাথরঘাটা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাবির হোসেন, পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হানিফ সিকদার ও পাথরঘাটা উপজেলা নাগরিক অধিকার ফোরামের সভাপতি সাংবাদিক শফিকুল ইসলাম খোকন ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। এ সময় সাধারণ মানুষদেরকে সরিয়ে বিদ্যুৎ অফিসের কর্মকর্তাদের আবরুদ্ধ থেকে মুক্ত করেন এবং তার কিছুক্ষন পরেই বিদ্যুৎ চালু করে দেন।

(এটি/এসপি/মে ২৭, ২০১৯)