রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সরকার নির্ধারিত সময়ের আগে আম্রপালি আম গাছ থেকে পেড়ে বিক্রি করার প্রস্তুতিকালে এক ব্যবসায়ীকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে সাতক্ষীরার সহকারি ভূমি কমিশনার নূরে আলম এ কারাদণ্ড দেন।

সাজাপ্রাপ্ত ব্যবসায়ীর নাম জয়নাল আবেদীন। তার বাড়ি সাতক্ষীরা সদরের আখড়াখোলা গ্রামে।

সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা আমজাদ হোসেন জানান, আম্রপালি আম পাড়ার জন্য আগামি ৮ জুন সরকারিভাবে দিন নির্ধারণ করা হয়েছে। এরপরও ব্যবসায়ি জয়নাল আবেদীন সোমবার দুপুর ছয়ঘরিয়ায় তার একটি কেনা আমবাগানে আম্রপালি আম ভাঙছিলেন।বিষয়টি জানতে পেরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ওই আম বাগানে যেয়ে জয়নাল আবেদীনকে তিন দিনের বিানশ্রম কারাদণ্ড একইসাথে ২০০ টাকা জরিমানা করেন।

(আরকে/এসপি/মে ২৭, ২০১৯)