গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : কৃষকের কাছ থেকে সরাসরি সরকার নির্ধারিত মূল্য ১ হাজার ৪০ টাকা মণ দরে ধান ক্রয় ও অঞ্চলভিত্তিক ধান ক্রয়ের পরিমাণ বৃদ্ধির দাবি জানিয়ে উপজেলা নির্বাহী অফিসার ফারহানা করিমের কাছে স্মারকলিপি দিয়েছেন গৌরীপুর উপজেলা ছাত্রলীগ। 

সোমবার (২৭ মে) বিকালে উপজেলা নির্বাহী অফিসারের পক্ষে ছাত্রলীগের দেয়া স্মারকলিপিটি গ্রহণ করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আলমগীল হোসেন।

উপজেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান বলেন, কৃষকদের ধানের ন্যায্য মূল্যের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে এই স্মারকলিপি দেয়া হয়েছে।

স্মারকলিপি দেয়ার সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম মিন্টু, গৌরীপুর সরকারি কলেজ ছাত্রলীগের সহসভাপতি ওয়াসিকুল ইসলাম রবিন, উপজেলা ছাত্রলীগ নেতা অন্তর খান পাঠান, নাজমুল ইসলাম রুমান, শাহজাহান কবীর, আল-আমিন, আশিকুর রহমান, পিয়েল মিয়া প্রমুখ।

(এস/এসপি/মে ২৭, ২০১৯)