স্পোর্টস ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে শেখ জায়েদ স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্স ও কলকাতা নাইট রাইডাসের লড়াইয়ের মধ্যে দিয়ে আজ বুধবার সন্ধ্যায় আইপিএল’র ৭ম আসরের পর্দা উঠছে।

গ্রুপের ৩৬টি লড়াইসহ প্লেঅফের চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে ভারতে। ৮ ফ্র্যাঞ্চাইজি নিয়ে নিজ দেশে ১০টি ভেন্যুতে হবে এই লড়াই। ফাইনাল ম্যাচটি হবে ১ জুন মুম্বাইর ওয়াংখেড়ে স্টেডিয়ামে।
ভারতে লোকসভা নির্বাচন চলছে। এজন্য প্রথম ২০টি ম্যাচ মরুর বুকে অনুষ্ঠিত হবে। পরের ম্যাচগুলো যথারীতি হবে ভারতে। ২ মে ভারতে প্রিমিয়ার লিগের ম্যাচ ফিরবে।
প্রতিবারের মতো এবারেও সেট ম্যাক্স আইপিএলের ম্যাচগুলো সরসারি সমপ্রচার করবে। এই আসরের প্রথম দিনে ১টি ম্যাচই রয়েছে।
৮টি দলের লড়াই হচ্ছে। এ ছাড়া ফাইনালসহ মোট ৬০টি ম্যাচ হবে। আরব আমিরাতের আবুধাবি, দুবাই ও শারজাতে ম্যাচগুলো রয়েছে। ১ জুন ফাইনাল ম্যাচটি রয়েছে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে।

(ওএস/এএস/এপ্রিল ১৬, ২০১৪)