আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : আগৈলঝাড়ায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারের বিশেষ ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে সরকারী কর্মকর্তাদের উপস্থিতিতে উপজেলার গৈলা মডেল ইউনিয়ন ও বাকাল ইউনিয়নের দুঃস্থ পরিবারকে ১৫কেজি করে মাঝে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্বা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামীলীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আবু মো. সালেহ লিটন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, আওয়ামী লীগ নেতা আব্দুস সাত্তার মোল্লা, জসীম উদ্দিন সরদার, বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস, গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটু, ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারন সম্পাদক জাকির পাইকসহ দলীয় নেতাকমী ও ইউপি সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।

চাল বিতরণে গৈলা ও বাকাল ইউনিয়নের ট্যাক কর্মকর্তা দায়িত্বে রয়েছেন ছোটমনি নিবাসের উপ-তত্ত্বাধায়ক মো.আবুল কালাম আজাদ ও উপজেলা সমবায় কর্মকর্তা মো.কামরুজ্জামান।

উপজেলা প্রকল্প অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ৫টি ইউনিয়নের জন্য ৬৭দশমিক ১২৫ মেট্টিক টন চাল বরাদ্দ করেছে ত্রাণ মন্ত্রনালয়। বরাদ্দকৃত চাল থেকে র৪হাজার ৪শ ৭৫টি দুঃস্থ ঈদ সহায়তা প্রদান করা হবে। এরমধ্যে রাজিহার ইউনিয়নে ৮শ ৮৭ পরিবার, বাকাল ইউনিয়নে ৭শ ২৩ পরিবার, বাগধা ইউনিয়নে ৮শ ৪২পরিবার, গৈলা ইউনিয়নে ১২শ পরিবার ও রতœপুর ইউনিয়নে ৮শ ২৩ দুঃস্থ পরিবারের মধ্যে চাল বিতরণ করা হবে।

(টিবি/এসপি/মে ৩০, ২০১৯)