সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোনা) : বাংলাদেশ আওয়ামীলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও নেত্রকোনা-৩ আসনের এম.পি অসীম কুমার উকিল এবং বাংলাদেশ যুব মহিলালীগের সাধারণ সম্পাদক অধ্যাপক অপু উকিলের পৃষ্ঠপোষকতায় কেন্দুয়া-আটপাড়া উপজেলার আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে বাড়ছে সম্প্রীতি। সকল ভেদাভেদ ভুলে গিয়ে সব নেতাকর্মীই তাদের ডাকে সারা দিয়ে আওয়ামীলীগের পতাকা তলে ঐক্যবদ্ধ হচ্ছেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রতিটি সভা সমাবেশে যেভাবে ঘোষণা দিয়েছিলেন অসীম কুমার উকিল নির্বাচিত হওয়ার পর সেভাবেই কাজ করে যাচ্ছেন তিনি। তার পাশাপাশি অধ্যাপক অপু উকিল সকলকে ঐক্যবদ্ধ করছেন । গত ৪ মাসেই কেন্দুয়া আটপাড়া আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের দন্দ ও চাহিদা মিটিয়ে সকলকে এক ছাতার নিচে আনার চেষ্টা করছেন। সেক্ষেত্রে এই কয়েক মাসেই অনেক সফলতা দেখিয়েছেন।

দলের নেতাকর্মীদের বাইরেও বিভিন্ন শ্রেনী পেশার মানুষকেও ঐক্যবদ্ধ করার চেষ্টা করছেন তারা। অনেকেই বলছেন এই ভাবে রাজনৈতিক কর্মকান্ড পরিচালিত হতে থাকলে কেন্দুয়া আটপাড়ার আওয়াওয়ামীলীগ হবে অনেক শক্তিশালী আওয়ামীলীগ। আর এই আওয়ামীলীগের মাধ্যমে দুই উপজেলার সকল নতুন প্রজন্মের মাঝে বঙ্গবন্ধুর স্বপ্ন ও আদর্শ বাস্তবায়নের চেষ্টাই করছেন অসীম কুমার উকিল ও অধ্যাপক অপু উকিল।

(এসবি/এসপি/মে ৩১, ২০১৯)