বিনোদন প্রতিবেদক : ছোট-পর্দার প্রিয় মুখ শামীম জামান।অভিনয়ের পাশাপাশি নিয়মিত নাটক নির্মাণ করছেন। আসন্ন ঈদ-উল ফিতর উপলক্ষে এই অভিনেতা বেশকিছু ধারাবাহিক নাটক-টেলিছবি নির্মাণ করেছেন। ইউটিউব ও টেলিভিশনের জন্য পাশাপাশি এতে অভিনয়ও করেছেন শামীম জামান।

আসছে ঈদে শামীম জামানের যেসব নাটক গুলো প্রচারিত হবে টেলিভিশনে ও ইউটিউবে।

সাতপর্বের ধারাবাহিক নাটক ‘আলটিমেটাম’এশিয়ান টিভিতে প্রচারিত হবে ঈদের দিন থেকে রাত ১০:১০মিনিটে। ‘স্পট রাইটার’ নামের টেলিছবিটি চ্যানেল আইতে প্রচারিত হবে ঈদের তৃতীয় দিন ০৪:২০মিনিটে। ‘দরদী মজনু কথা বলে’ বাংলাভিশনে প্রচারিত হবে।’চুটকি ভান্ডার’ ৮ সিজন: নাটক গুলো ১.সামী স্ত্রীর টক্কর ২. তিন থাপ্পর ৩.সুইসাইড নিউজ ৪.টিভি চোর, ৫. ভাবী ভাল না, ৬.কানা মজিদ, ৭.বাপ বেটার যুদ্ধ, ৮.ছাগল কই ৯.আজব বউ, ১০.মসকরা করেন।৫। হবু বউ, যাবে ইউটিউব চ্যানেল শরৎ টেলিফিল্ম, ৬। মামু ভাগ্নে ইউটিউব চ্যানেল শরৎ টেলিফিল্ম যাবে,৭। ছায়া সংগি, বাংলাভিশনে যাবে ।

শামিম জামান বলেন, ঈদে দর্শক বিনোদন চায়। তারা আমার নাটক দেখে যেন আনন্দ পায় সেভাবেই নাটকগুলো নির্মাণ করেছি এবার ঈদে আমার ১০/১২ টা নাটক প্রচারিত হবে।

(এমএস/এসপি/জুন ০১, ২০১৯)