স্টাফ রিপোর্টার : পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের সিটি ব্যাংকের আয় বেড়েছে ৮৫.৪১ শতাংশ। চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত অর্ধবার্ষিকী প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এই তথ্য জানা যায়।

আলোচিত প্রান্তিকে ব্যাংকের কনসোলিটেড কর পরবর্তী মুনাফা হয়েছে ৭৪ কোটি ২০ লাখ টাকা। আর শেয়ার প্রতি আয় হয়েছে ৮৯ পয়সা। আগের বছর একই সময়ে মুনাফা ছিল ৪০ কোটি ৫ লাখ টাকা এবং ইপিএস ৪৮ পয়সা।

উল্লেখ্য, ২০১৪ সালের গত এপ্রিল থেকে জুন তিন মাসে মুনাফা হয়েছে ৫৩ কোটি ৭৫ লাখ টাকা। আর শেয়ার প্রতি আয় হয়েছে ৬৪ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ২৮ কোটি ৯০ লাখ টাকা এবং ইপিএস ৩৫ পয়সা।

(ওএস/এটিআর/জুলাই ২৭, ২০১৪)

সিটি ব্যাংকের আয় বেড়েছে ৮৫ শতাংশ

২০১৪ জুলাই ২৭ ১৫:১৬:১১
সিটি ব্যাংকের আয় বেড়েছে ৮৫ শতাংশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের সিটি ব্যাংকের আয় বেড়েছে ৮৫.৪১ শতাংশ। চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত অর্ধবার্ষিকী প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এই তথ্য জানা যায়।

আলোচিত প্রান্তিকে ব্যাংকের কনসোলিটেড কর পরবর্তী মুনাফা হয়েছে ৭৪ কোটি ২০ লাখ টাকা। আর শেয়ার প্রতি আয় হয়েছে ৮৯ পয়সা। আগের বছর একই সময়ে মুনাফা ছিল ৪০ কোটি ৫ লাখ টাকা এবং ইপিএস ৪৮ পয়সা।

উল্লেখ্য, ২০১৪ সালের গত এপ্রিল থেকে জুন তিন মাসে মুনাফা হয়েছে ৫৩ কোটি ৭৫ লাখ টাকা। আর শেয়ার প্রতি আয় হয়েছে ৬৪ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ২৮ কোটি ৯০ লাখ টাকা এবং ইপিএস ৩৫ পয়সা।

- See more at: http://www.bdmail24.net/bn/article/8890/#sthash.B1SLGWHi.dpuf