মদন (নেত্রকোনা) প্রতিনিধি : ঈদুল ফিতর উপলক্ষে  মদন পৌর সভায় হতদরিদ্রদের মাঝে  ভিজিএফ চাল বিতরণে ওজনে  কম দেওয়া ও তালিকা প্রণয়নে অনিয়ম হওয়ায় অধিকাংশ চাল কালো বাজারে বিক্রি করার অভিযোগ উঠেছে। ১৫ কেজির স্থলে ১০ থেকে ১২ কেজি করে চাল বিতরণ করা হয়। মিটারের পরিবর্তে বালতি দিয়ে  ওজন করে এ চাল বিতরণ করছে। গত শুক্রবার ও শনিবার এ  চাল বিতরণ করা হয়। কালো বাজারীরা প্রতিকার্ডের চাল ১৫০ টাকা করে ক্রয় করছে।

পৌর সভা কার্যালয় সূত্রে জানা যায়, দুস্থ ব্যক্তিদের খাদ্যসহায়তা (ভিজিএফ) কর্মসূচির আওতায় ঈদুল ফিতর উপলক্ষে মদন পৌর সভায় ১ হাজার ৫শ ৪০ জন ভিজিএফ কার্ডধারীর জন্য ১৫ কেজি করে চাল বরাদ্দ দেয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

কর্তৃপক্ষ খাদ্যগুদাম থেকে চাল উত্তোলন করে পৌর ভবনে শুক্র ও শনিবার এ চাল বিতরণ করেন।

ভিজিএফ কার্ডধারী পৌর সভার ৭ নং ওয়ার্ডের বাসিন্দা আনেছা, নেহেরা, মুন্নী, গুলেহা, ভিকচান অভিযোগ করে বলেন, ১৫ কেজির স্থলে ১০ থেকে ১২কেজি করে চাল দেওয়া হচ্ছে। অভিযোগ করলে ধমক খেতে হয়।

২ নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর হক্কু মিয়া জানান,এখানে ভিজিএফ চাল ১৫ কেজির মধ্যে ১০ /১২কেজি করে দিচ্ছে। কিন্তু প্রতিবাদ করলে ঝগড়া হবে।

ট্যাগ অফিসার দুলাল সেন বলেন, খাদ্য গুদামের বস্তা ওজনে কম থাকায় প্রতিকার্ডধারীকে আধা কেজি করে কম দিতে বলেছি। আমি বাইরে গিয়ে ছিলাম তখন কি হয়েছে তা আমার জানা নেই। তবে ১৫শ ৪০ জন কার্ডধারীর বাইরেও অনেক লোক ভিড় করছে।

চাল কম দেওয়ার বিষয়ে জানতে চাইলে পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার শামীম জানান, ভিজিএফের চাল কম দেওয়া হচ্ছে না। সঠিকভাবেই দেওয়া হচ্ছে।

(এএমএ/এসপি/জুন ০১, ২০১৯)