সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোনা) : বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দুয়া উপজেলা শাখার আয়োজনে শনিবার অনুষ্ঠিত হয় দোয়া ও ইফতার মাহফিল। এই দোয়া ও ইফতার মাহফিলের পৃষ্ঠপোষকতা করেন নেত্রকোনা-৩ আসনের এম.পি অসীম কুমার উকিল ও বাংলাদেশ যুব মহিলালীগের সাধারন সম্পাদক অধ্যাপক অপু উকিল।

৫০০ আসন বিশিষ্ট্য জেলা পরিষদের মাল্টিপারপাস অডিটরিয়ামে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। কেন্দুয়া উপজেলার ১৩টি ইউনিয়নের ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সাধারন সম্পাদক ও তার সকল সহযোগি সংগঠনের সভাপতি সাধারন সম্পাদকগণ এতে অংশগ্রহণ করেন।

এছাড়া অংশ নেন কেন্দুয়া পৌর আওয়ামীলীগের সবকটি ওয়ার্ডের সভাপতি সাধারন সম্পাদক ছাড়াও উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সকল সদস্য, দলীয় ইউপি চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক, আইনজীবী ও বিভিন্ন শ্রেণিপেশার নেতৃবৃন্দ। ৫শতাধিক লোকের উপস্থিতিতে সুশৃঙ্খল ভাবে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এ প্রসঙ্গে কেন্দুয়া পৌর আওয়ামীলীগের সভাপতি সাবেক ছাত্রনেতা মোঃ কামরুল হাসান ভূঞা বলেন, শুক্রবার সন্ধ্যা থেকে শুরু করে রাত সাড়ে ৩টা পর্যন্ত জেগে ইফতার আয়োজনের কাজ করেছি।

আমার সঙ্গে উপস্থিত থেকে প্রেরণা দিয়েছেন নেত্রকোনা জেলা আওয়ামীলীগের সদস্য ও কেন্দুয়া পৌর মেয়র মোঃ আসাদুল হক ভূঞা, আওয়ামীলীগ নেতা মোঃ তাজুল ইসলাম, কৃষকলীগ নেতা আব্দুল্লাহ আল ফারুক সানা, শিক্ষক নেতা জাকির আলম সহ আরো অনেকেই। তিনি বলেন, সকল ভেদাভেদ ভুলে গিয়ে এম.পি অসীম কুমার উকিল ও সাবেক এম.পি অধ্যাপক অপু উকিলের ডাকে সারা দিয়ে তৃণমূলের নেতারা যেভাবে ঐক্যবদ্ধ হয়ে দোয়া ও ইফতারে অংশ নিয়েছেন, গত ১৫ বছরেও এমন সুন্দর উপস্থিতি কখনো দেখিনি।

একই কথা বলেন, মোজাফরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ দিদারুল ইসলাম। এম.পি অসীম কুমার উকিল ও অধ্যাপক অপু উকিলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ নূরুল ইসলাম বলেন, রাজনীতি এখন রাজনীতিবিদদের হাতে এসেছে। এজন্যেই সবকিছু সুন্দর হতে শুরু করেছে। ফিরে আসছে দলের নেতাকর্মীদের মাঝে শৃঙ্খলা। জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক নূর খান মিঠু বলেন, নবম ও দশম জাতীয় সংসদের সময়ও কেন্দুয়া ইফতার অনুষ্ঠানে এসেছি কিন্তু আওয়ামীলগকে এভাবে কেউই ঐক্যবদ্ধ করতে পারেননি যেটি করতে পেরেছেন অসীম কুমার উকিল ও অধ্যাপক অপু উকিল।

তিনি বলেন, যারা বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতি করেন, তাদের শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ তথা কেন্দুয়া আটপাড়াকে উন্নয়নের মহাসড়কে যুক্ত করতে এমপি অসীম কুমার উকিল ও অপু উকিলের সঙ্গে যুক্ত থেকেই সুস্থ ধারার রাজনীতি করতে হবে। দোয়া ও ইফতার মাহফিলের সুন্দর আয়োজনের বিষয়ে তৃণমূলের প্রায় সব নেতাকর্মীর মুখে মুখেই একটি কথা ফিরছিল গত ১৫ বছরেও এমন সুন্দর তৃণমূল নেতাকর্মীদের উপস্থিতি কোন ইফতার আয়োজনে দেখিনি। তারা আশা প্রকাশ করে বলেন, অসীম কুমার উকিল ও অধ্যাপক অপু উকিলের পৃষ্ঠপোষকতায় দলীয় নেতাকর্মীদের সকল ভেদাভেদ ভুলে গিয়ে এই অঞ্চলের আওয়ামীলীগের পরিবার হবে সুন্দর ও সুখি সমৃদ্ধ পরিবার।

(এসবি/এসপি/জুন ০১, ২০১৯)