মাদারীপুর প্রতিনিধি : রবিবার ভোররাতে মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ি ইউনিয়নের মজিবর মুন্সির বাড়িতে ডাকাতি করার সময় পাঁচ ডাকাতকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে গ্রামবাসী।

শিবচর থানা পুলিশ ও এলাকাবাসী জানায়, রবিবার রাতে শিবচরের কাঁঠালবাড়ি ইউনিয়নের মজিবর মুন্সির বাড়িতে প্রায় ২৫/৩০ জনের একটি ডাকাত দল প্রবেশ করে। এসময় এলাকাবাসী খবর পেয়ে সোর চিৎকার করলে গ্রামবাসী এক হয়ে ডাকাতদের ধাওয়া করে। ধাওয়া খেয়ে ডাকাতরা বাড়ির পাশে একটি ঝোপের মধ্যে লুকিয়ে থাকে। রাতভর এলাকাবাসী ডাকাতদের লুকিয়ে থাকা স্থান ঘিরে রাখে। ভোররাতে পাঁচ ডাকাতকে আটক করে গণধোলাই দিয়ে শিবচর থানা পুলিশের কাছে সোপর্দ করেছে গ্রামবাসী।

আটককৃত ডাকাতরা হল, শিবচরের কাঠাল বাড়ি ইউনিয়নের মোহাম্মদ বেপারীর কান্দি গ্রামের ঝুলু হাওলাদারের ছেলে সুরুজ হাওলাদার (৩৮), একই ইউনিয়নের বজলু বেপারীর কান্দি গ্রামের সাদেক খানের ছেলে জালাল খান (৪০), ভদ্রাসন ইউনিয়নের খোজকান্দি গ্রামের সোনা মিয়া মুন্সীর ছেলে রোকন মুন্সী (২৯), শরিয়তপুরের জাজিরা উপজেলার সোনারদেয়ার গ্রামের আনোয়ার হোসেনের ছেলে সমীর হোসেন (২৮), মজিদ হাওলাদারের ছেলে শাহিন হাওলাদার (৩০)। আটককৃত ডাকাতদের বিরুদ্ধে শিবচরসহ বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে।

গত ২৭ জুন মাদারীপুরের শিবচরের চান্দেরচর হাটের ৩টি স্বর্ণের দোকানসহ ৭টি দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে উক্ত ডাকাতির ঘটনায় আটককৃতরা জড়িত বলে শিবচর থানার ওসি আবদুস সাত্তার জানিয়েছেন।

(এএস/জেএ/জুলাই ২৭, ২০১৪)