আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : আগৈলঝাড়ায় চেক প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি আক্তার হোসেন বেপারীকে গ্রেফতার করেছে পুলিশ।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেন জানান, আগৈলঝাড়া এনজিও ব্র্যাকের সিআর ৪২/১৮ চেক প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি উপজেলার বাকাল গ্রামের মৃত রাজে আলী বেপারীর ছেলে আক্তার হোসেন বেপরী (৬০) কে রবিবার রাতে বাকাল গ্রামের নিজ বাড়ি থেকে এএসআই জাহিদুর রহমান গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত আক্তারকে বরিশালের একটি আদালত চেক প্রতারণা মামলায় ছয় মাসের কারাদন্ড ও চেকের সমপরিমান ২,৮৯,৭৪৩ টাকা জরিমানা পরিশোধের রায় প্রদান করেন। রায় ঘোষণার দিন থেকেই আক্তার পলাতক ছিল। আক্তারের অপর সিআর ২১/১৮ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি।

অপরদিকে একই রাতে উপজেলার নিমারপাড় গ্রামে পুত্রবধু মুক্তা বেগমকে নির্যাতনের ঘটনায় তার দায়ের করা নারী নির্যাতন মামলায় (নং-১, ১/৬/১৯) অভিযুক্ত শ্বশুর বলু মিয়ার ছেলে মো. আব্দুল মালেক মিয়া (৫৫)কে গ্রেফতার করেছে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নাসির উদ্দিন গ্রেফতার করেছে।

সোমবার সকালে গ্রেফতারকৃত আক্তারকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে ও আ. মালেক মিয়াকে আদালতে প্রেরণ করা হয়েছে।

(টিবি/এসপি/জুন ০৩, ২০১৯)