রঞ্জন কৃষ্ণ পন্ডিত, টাঙ্গাইল : এবারের ঈদযাত্রায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে অন্যান্য দিনের তুলনায় সোমবার (৩ জুন) যানবাহনের বাড়তি চাপ লক্ষ্য করা যাচ্ছে। তবে এখনো কোথাও কোন যানজটের খবর পাওয়া যায়নি।

গাড়ি চালকরা জানান, এখনও কোথাও যানজট পাইনি। এ রুটে আজ পোশাক শ্রমিকরা ফিরবে। দুপুরের পর থেকে যানজট বাড়ার সম্ভাবনা রয়েছে। এদিকে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত সিঙ্গেল লেন হওয়ায় এ রুটে যানজটের আশঙ্কা করছে চালক ও যাত্রীরা।

এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার (ওসি) মোশারফ হোসেন জানান, গতকালের তুলনায় আজ গাড়ির চাপ বেড়েছে। তবে কোথাও যানজট নেই। দুপুর পর থেকে গাড়ির চাপ আরও বাড়তে পারে।

তিনি আরও বলেন, ‘রবিবার (২ জুন) সকাল ৬টা থেকে সোমবার (৩ জুন) সকাল ৬টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু দিয়ে ২৪ হাজার ৫৬৭ টি গাড়ি পার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৯৮ লাখ ৪৪ হাজার ৯৬০টাকা।’

(আরকেপি/এসপি/জুন ০৩, ২০১৯)