দিনাজপুর প্রতিনিধি : চ্যানেল আই- মা, মাটি ও মানুষের পক্ষে কথা বলে যাচ্ছে। অবাধ তথ্য প্রবাহের যুগে গণমাধ্যমের বিকাশে অগ্রণী ভূমিকা পালন করছে চ্যানেল আই। চ্যানেল আই দেশের উন্নয়ন বাস্তবায়নে নিরব ভাবে কাজ করে যাচ্ছে । মানুষের উন্নয়ন ও মনন বিকাশের কাজ করে যাওয়ার পাশিপাশি দুঃস্থ-অসহায় দরিদ্রদেরও সহায়তা করছে চ্যানেল আই।

দিনাজপুরে আমার চ্যানেল আই দর্শক ফোরামের উদ্যোগে দুঃস্থ-অসহায় দরিদ্রদের মাঝে ঈদ খাদ্য সামগ্রী চাল-ডাল-সেমাই-চিনি-গুড়া দুধ বিতরণ

অনুষ্ঠানে একথা বলেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি আমার চ্যানেল আই দর্শক ফোরাম-দিনাজপুরের প্রধান উপদেষ্টা শিক্ষাবিদ প্রফেসর এম.এ.জব্বার ।

দিনাজপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের চাউলিয়াপাট্রিস্থ স্টাফ কোয়ার্টার মাঠে সোমবার দুপুরে ট্রাই ফাউন্ডেশনের সহায়তায় দুঃস্থ-অসহায় দরিদ্রদের মাঝে ঈদ খাদ্য সামগ্রী চাল-ডাল-সেমাই-চিনি-গুড়া দুধ বিতরণ অনুষ্ঠানে চ্যানেল আই’র স্টাফ রিপোর্টার শাহ্ আলম শাহী সভাপতিত্ব করেন। এ সময় সমাজ সেবক আনোয়ারা বেগম,আমার চ্যানেল আই দর্শক ফোরাম-দিনাজপুরের যুগ্ম আহবায়ক মিনারুল ইসলাম মিনার, মাহেরপুর কলেজের অধ্যক্ষ শরিফুল ইসলাম সাগর,বেকারী মালিক সমিতি’র সভাপতি মো.আইয়ুব আলী, সাংবাদিক মিজানুর রহমান ডোফুরা, সমাজ সেবক ওসমান আলী,বাবু,শিল্পী জুয়েল,ছাত্র নেতা শাহ শৈবাল রীশাদসহ অন্যরা উপস্থিত ছিলেন।

দু’শতাধিক দুঃস্থ-অসহায় দরিদ্রের মাঝে ঈদ খাদ্য সামগ্রী চাল-ডাল-সেমাই-চিনি-গুড়া দুধ বিতরণ করা হয়।

(এসএএস/এসপি/জুন ০৩, ২০১৯)