সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোণা) : মঈন-উল ইসলাম নেত্রকোণা জেলা প্রশাসক হিসাবে কর্মে যোগদান করার পর থেকেই জেলার জনপ্রতিনিধি ও সকল শ্রেণী পেশা মানুষের সঙ্গে তার কর্তব্য নিষ্ঠা ও আচার আচরনণের দিক দিয়ে অনেক এগিয়ে রয়েছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ২০২১ বাস্তাবায়নে তিনি রয়েছেন তিনি সোচ্ছার। শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ, বয়স্ক ভাতা, বিধবাভাতা, প্রতিবন্ধীভাতা, মুক্তিযোদ্ধাভাতাসহ সরকারের গৃহীত সকল প্রকার কর্মসূচি বাস্তবায়নে টিম ওয়ার্কের মাধ্যমে গুরুত্বের সঙ্গে কাজ করে যাচ্ছেন। আলতান্ত্রীক মনোভাব পোষন না করে সকল মানুষের সঙ্গেই রয়েছে তার সৎভাব।

নেত্রকোণা শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের কাজকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসানের নেতৃত্বে এগিয়ে নেয়ার ক্ষেত্রে তিনিও নেত্রকোণার গর্বিত ইতিহাসে যুক্ত হবেন। মঈন-উল ইসলাম জেলা প্রশাসক হিসাবে তার কর্মগুনেই নেত্রকোণা বাসীর হৃদয়ে চিরজাগরুক হয়ে থাকবেন।

(এসবি/এসপি/জুন ০৩, ২০১৯)