স্টাফ রিপোর্টার : বিভিন্ন পদে ২৭ জন নেতাকে পদোন্নতি দিয়েছে জাতীয় পার্টি (জাপা)। মঙ্গলবার (৪ জুন) এক সাংগঠনিক নির্দেশে জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ তাদেরকে এই নতুন দায়িত্ব দেন। সাংগঠনিক কাজে বিশেষ অবদানের জন্য তাদেরকে পদোন্নতি দেয়া হয়েছে।

এর মধ্যে ভাইস চেয়ারম্যান হয়েছেন- মোস্তাকুর রহমান মোস্তাক (ঢাকা), আলহাজ্ব মো. দিদারুল কবির দিদার (চট্টগ্রাম), শফিকুল ইসলাম শফিক (নরসিংদী), জহিরুল আলম রুবেল (মানিকগঞ্জ), আহসান আদেলুর রহমান এমপি (নীলফামারী)।

যুগ্ম মহাসচিব হয়েছেন শফিউল্লাহ শফি (চাঁদপুর), মনিরুল ইসলাম মিলন (চাঁদপুর), সুলতান আহমেদ সেলিম (ঢাকা), এস.এম. ইয়াসির (রংপুর), আমিনুল ইসলাম ঝন্টু (সিরাজগঞ্জ), আমির উদ্দিন আহমেদ ঢালু (ঢাকা), অ্যাড. সাহিদা রহমান রিংকু (ঢাকা)।

সাংগঠনিক সম্পাদক হয়েছেন- আবু নাসের শাহ মো. মাহবুবার রহমান (রংপুর), মো. জহিরুল ইসলাম ভূঁইয়া শাহিন (কিশোরগঞ্জ), অ্যাড. মো. জুলফিকার হোসেন (দিনাজপুর), মো. আব্দুস সাত্তার মোড়ল (সাতক্ষীরা), এ.এইচ.এম. গোলাম শহীদ রঞ্জু (গাইবান্ধা), শাহজাহান মনসুর (বরগুনা)।

এছাড়া কৃষি বিষয়ক সম্পাদক হয়েছেন মো. হুমায়ুন খান (মানিকগঞ্জ), ক্রীড়া বিষয়ক সম্পাদক অ্যাড. খন্দকার হাবিবুর রহমান বাচ্চু (রাজবাড়ী), এনজিও বিষয়ক সম্পাদক আলহাজ্ব আবুল কাশেম সরকার (নাটোর), শিল্প বিষয়ক সম্পাদক মো. জামাল রানা (ব্রাহ্মণবাড়িয়া), পরিবার পরিকল্পনা ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক শারমিন পারভীন লিজা (শরীয়তপুর), সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আহমেদ শফি রুবেল (দিনাজপুর), শিক্ষা বিষয়ক সম্পাদক লে. কর্ণেল (অব.) এম. শাব্বির আহমেদ (যশোর), মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আহাদ ইউ চৌধুরী শাহীন (হবিগঞ্জ), যুব বিষয়ক সম্পাদক মঞ্জুরুল হক মঞ্জু (গাজীপুর)।

দলের গঠনতন্ত্রের ২০/১/ক ধারা মোতাবেক এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

(ওএস/এসপি/জুন ০৪, ২০১৯)