স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ ক্রিকেটের এবারের আসরের অন্যতম ফেভারিট দল ইংল্যান্ড। শুরুটা ভালই করেছিল স্বাগতিকরা। উদ্বোধনী ম্যাচে ১০৪ রানের জয় পায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তবে পরের ম্যাচেই পাকিস্তানের কাছে হেরে কিছুটা পিছিয়ে পড়ে ইংলিশরা।

বিশ্বকাপে বাংলাদেশের প্রিয় প্রতিপক্ষ ‘মনে হয়’ ইংল্যান্ড। ২০১১ ও ২০১৫ সালে দুই বিশ্বকাপেই ইংলিশদের হারিয়েছে টাইগাররা। এবারের চলতি আসরেও বাংলাদেশ দলের পারফর্ম্যান্স চোখে পড়ার মতো। এটাই ইংলিশ অধিনায়ক ইয়ন চিন্তার কারণ।

শুক্রবার (০৭ জুন) সংবাদ সম্মেলনে মরগান জানান, ‘বাংলাদেশ ভালো দল। ম্যাচটি কঠিন হতে যাচ্ছে। আমার মনে হয় মানুষ শুধু শুধুই বাংলাদেশকে অবজ্ঞা করে। কিন্তু আমরা সেই ভুল করছি না। তারা এমন একটি দল যারা অসংখ্য ক্রিকেট খেলেছে। বিশেষ করে ওদের সিনিয়র প্লেয়াররা আমাদের সিনিয়র প্লেয়ারদের চাইতেও বেশি অভিজ্ঞ। তাই বাংলাদেশ আমাদের জন্য হুমকি। তবে আমরা আমাদের সেরা খেলাটিই খেলব।’

মাঠের লড়াইয়ে তাই কোনভাবেই বাংলাদেশকে হালকা ভাবে নিচ্ছেন না ইংলিশ অধিনায়ক। কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে শনিবার (০৮ জুন) বাংলাদেশের মুখোমুখি হবে ইংল্যান্ড।

(ওএস/পিএস/০৮ জুন, ২০১৯)