আমিনুল গণী টিটো

এক চিলতে সুশাসন কি নৈরাজ্য ঠেকাতে পারে
আমাদের অধিকার যেন করুণার দান
লাঞ্ছিত বঞ্চিত হৃদয় এখন শাসনের মুষ্টি ভিক্ষা খোঁজে
হাত গলে চুয়ে পড়বে অতি সামান্য কিছু চাওয়া
তবু সন্তুষ্টি তৃপ্তির চোখমুখ ভরিয়ে দেব আনন্দের হাততালি
আমরা সান্তনার জন্য এক চিলতে হাসির অপেক্ষা করি
অথচ আমাদের বুক জুড়ে সীমাহীন দহন
প্রতিদিন প্রতিদিন ভিটেমাটি উচ্ছেদের একই গল্প
নিদারুণ মর্মভেদী
প্রতিটি ধর্ষিতার আরশ কাঁপানো চিৎকার
আতঙ্কের কালো হাত যেন আততায়ী ছুরি
আমরা দয়ার দরজায় দাঁড়ানো অধিকারহীন
এক মুষ্টি সুশাসন যাঞ্চা করি