(পৃথিবীর সকল নির্যাতিতের পক্ষে)

আমিনুল গণী টিটো

আরো দমবন্ধ শ্বাস কষ্ট হবে হয়তো
আরো সংক্ষিপ্ত হবো নিজের ভেতর
দেহের ভেতরে দেহ হোক কারারূদ্ধ
এ সব পশ্চাতপট
হেরে যাওয়া নয়
জীবন এক নিরন্তর সংগ্রাম
বেঁচে থাকা ভিন্ন ভিন্ন রণকৌশল
মস্তিষ্কের কোষে কোষে যুদ্ধের উত্তেজনা
নিজের ভেতরে যত দ্বান্দিক সংঘর্ষ
মাতৃ জঠর থেকে যুদ্ধের সূচনা
আমরা আমাদের শত্রুদের সনাক্ত করেছি
ইতিহাসের সম্প্রসারণ কাল হতে
যে কোনো বাস্তবতায় বদল হতে পারে কৌশল
আমি তুমি সকলে বেঁচে থাকি রণাঙ্গনে
কেন ফুল সজ্জার স্বপ্ন ভঙ্গে আত্মঘাতী হতে চাও
প্রতিটি প্রাণ অকুতোভয়
এসো বেঁচে থাকার ময়দানে বাঁচি কিংবা মরি