আন্তর্জাতিক ডেস্ক: কিরগিজস্তানে এসসিও সামিটে যোগ দিতে গেলে পাকিস্তানের আকাশপথ ব্যবহার জরুরি৷ সেই ইস্যুতে পাকিস্তানের আকাশপথ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিমানকে ব্যবহার করতে দেওয়া হোক মর্মে আবেদন করেছিল নয়াদিল্লি৷ নয়াদিল্লির আবেদনে সাড়া দিয়ে মোদির বিমানের জন্য আকাশপথ ব্যবহারের অনুমতি দিয়েছে ইসলামাবাদ।

বালাকোট এয়ার স্ট্রাইকের পর থেকেই ভারতীয় বিমানগুলির জন্য বন্ধ পাকিস্তানের আকাশপথ৷ সেই জটিলতা কাটিয়ে সৌজন্যের হাত বাড়াল পাকিস্তানের৷ ইসলামাবাদ জানিয়েছে, নরেন্দ্র মোদির বিমান তাদের আকাশপথ ব্যবহার করতে পারবে৷ এর ফলে বিমানের রুট বদলের প্রয়োজন পড়ল না৷ ৯ই জুন ইসলামাবাদকে এই আবেদন জানায় নয়াদিল্লি৷ তার একদিনের মধ্যেই ইমরান খান সরকার জানিয়ে দেয়, নরেন্দ্র মোদির বিমানের জন্য খুলে দেওয়া হবে আকাশপথ৷

কিরগিজস্তানের বিসকেকে ১৩ থেকে ১৪ই জুন এসসিও সামিটে যোগ দেওয়ার কথা নরেন্দ্র মোদির৷ এই সামিটে যোগ দিতে গেলে পাকিস্তানের আকাশপথ ব্যবহার বাধ্যতামূলক৷ কারণ বিমানের রুটেই পড়ছে পাকিস্তানের আকাশপথ৷ ভারতের উচ্চপদস্থ এক সরকারি কর্মকর্তা জানান, ইসলামাবাদের কাছে নয়াদিল্লির আবেদন ছিল মোদির এই গুরুত্বপূর্ণ সফরের জন্য যেন তাদের আকাশপথ খুলে দেওয়া হয়৷

সোমবার রাতে সংবাদসংস্থা পিটিআইকে পাকিস্তানের এক উচ্চপদস্থ কর্মকর্তা জানান, নয়াদিল্লির আবেদন মেনে নিয়েছে ইসলামাবাদ৷ প্রধানমন্ত্রীর বিমান পাকিস্তানের ওপর দিয়ে ওড়ার অনুমতি পেয়েছে৷

এদিকে এর আগে জানানো হয়েছিল ভারতের জন্য পাকিস্তানের আকাশপথ বন্ধের সময়সীমা বাড়ানো হয়েছে৷ ইসলামাবাদের পক্ষ থেকে জানানো হয় ১৪ই জুন পর্যন্ত পাকিস্তানের আকাশপথ ব্যবহার করতে পারবে না ভারত৷ ১৬ই মে জানানো হয়েছিল ৩০শে মে পর্যন্ত আকাশপথ বন্ধ থাকার কথা৷ কিন্তু সেই সময়সীমা পরে বাড়ানো হয়৷

পাকিস্তান নিজের আকাশপথ ব্যবহার ভারতের জন্য বন্ধ করেছিল ফেব্রুয়ারি মাসে৷ বালাকোটে ভারতীয় বায়ুসেনার এয়ারস্ট্রাইকের পর থেকেই পাকিস্তান নিজের আকাশপথের ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করে৷ ২৬ ফেব্রুয়ারি বালাকোটে এয়ারস্ট্রাইক করে ভারত৷ তবে ২৭ মার্চ সেই নিষেধাজ্ঞা সাময়িক শিথিল করে পাক সরকার৷ কেবলমাত্র নয়াদিল্লি, ব্যাংকক ও কুয়ালালামপুর ছাড়া সব বিমান ওড়ার অনুমতি দেওয়া হয়৷

১৪ই জুন পর্যন্ত পাকিস্তানের আকাশপথ ভারতীয় বিমানের জন্য বন্ধ করার ঘোষণা আগেই করেছিল পাকিস্তান৷ সেই প্রেক্ষিতে নয়া আবেদন করেছিল ভারত৷

উল্লেখ্য ২১মে ভারতের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের এসসিও সামিটের জন্য নিজেদের আকাশপথ খুলে দিয়েছিল পাকিস্তান৷ পাকিস্তানের ওপর দিয়েই সরাসরি কিরগিজস্থানের উদ্দ্যেশ্যে উড়ে গিয়েছিল সুষমা স্বরাজের বিমান৷ দক্ষিণ পাকিস্তানের ওপর দিয়ে কিরগিজস্তানের উদ্দ্যেশ্যে যাওয়া বিমানের রুটটি ভারতের কাছে গুরুত্বপূর্ণ৷

(ওএস/অ/জুন ১১, ২০১৯)