স্পোর্টস ডেস্ক, ঢাকা : এ্যাডাম লালানা চলতি মাসের শুরুতেই সাউদাম্পটন থেকে লিভারপুলে যোগ দেন। কিন্তু অনুশীলনের সময় হাঁটুতে চোট পান তিনি। যে কারেিণ ইংলিশ প্রিমিয়ার লীগের মৌসুম শুরুর দিকে কয়েকটি ম্যাচে মাঠে থাকতে পারছেন না লিভারপুলের নতুন চুক্তিভূক্ত মিডফিল্ডার এ্যাডাম লালানা।

বিশ্বকাপে ইংল্যান্ডকে প্রতিনিধিত্ব করা এই মিডফিল্ডার এবারের মৌসুমে সাউদাম্পটন থেকে ৩২ মিলিয়ন ইউরোর বিনিময়ে এ্যানফিল্ডে এসেছে। শুক্রবার ক্লাবের অনুশীলনে তার হাঁটুর লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হওয়ায় ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন বলে ইঙ্গিত পাওয়া গেছে। আর এর ফলে সাবেক ক্লাব সাউদাম্পটনের বিপক্ষে লীগের প্রথম ম্যাচে হয়ত দর্শক হয়েই কাটাতে হবে এ্যাডাম লালানাকে।

এ বিষয়ে ক্লাবের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘লালানার ইনজুরি নিয়ে লিভারপুলের মেডিকেল স্টাফরা পর্যবেক্ষণ করছে। তবে তার অস্ত্রোপচারের কোন প্রয়োজন নেই বলে নিশ্চিত হওয়া গেছে। যদিও কবে নাগাদ তিনি মাঠে ফিরতে পারেন এ ব্যপারে নিশ্চিত করে কিছু জানা যায়নি। এই ধরনের ইনজুরিতে সাধারণত ছয় সপ্তাহের বিশ্রামের প্রয়োজন হয়।’

(ওএস/পি/জুলাই ২৭, ২০১৪)