বাগেরহাট প্রতিনিধি : বিশ্ব ঐতিহ্য (ওয়াল্ড হ্যারিটেজ) বাগেরহাটের ঐতিহাসিক ষাটগুম্বুজ মসজিদ প্রায় ৬’শ বছর আগে প্রতিষ্ঠার পর থেকে এখানে পবিত্র ঈদুল ফিতরের  জামায়াত অনুষ্ঠিত হয়ে আসছে। এবারও ষাটগম্বুজ মসজিদে প্রথম ঈদের জামায়াত সকাল ৯টায় ও দ্বিতীয় জামায়াত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৯টায় । দেশের দ্বিতীয় আধ্যাত্মিক রাজধানী হিসেবে খ্যাত হযরত খানজাহানের (রহ:) বাগেরহাটের এই ঈদের জামায়াতে শরীক হতে প্রতিবছর দেশ বিদেশের হাজার হাজার মুসল্লী ষাটগম্বুজ মসজিদে আসেন।

তাই মসজিদের আশ-পাশের নামাজের স্থানে চলছে পরিষ্কার-পরিছন্নতার কাজ। তবে বাগেরহাট শহরের প্রধান জামায়াত বাগেরহাট আলিয়া মাদ্রাসা ময়দানে ঈদের দিন সকাল ৭টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।

এছাড়া ঐতিহাসিক খানজাহান আলী মাজার শরীফ মসজিদে সকাল সাড়ে ৯টায়, বাগেরহাট পুরাতন কোর্ট জামে মসজিদে সকাল ৮টায়, মিঠা পুকুর পাড় জামে মসজিদে সকাল সাড়ে ৮ টায়, সরকারি পিসি কলেজ মাঠে সকাল ৯টায়, খানজাহানিয়া বায়তুল ফালাহ জামে মসজিদে সকাল ৮ টা ১৫ মিনিটে, ফলপট্রি জামে মসজিদে সকাল ৮টা ১৫ মিনিটে, আউলিয়াবাদ জামে মসজিদে সকাল সাড়ে ৮ টায়, সরুই হাজী আরিফ জামে মসজিদ ময়দানে সকাল সাড়ে ৮টায়, নতুন কোর্ট জামে মসজিদে সকাল ৮টা ১৫ মিনিটে, খারদ্বার জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় ও রেলওয়ে জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে। বাগেরহাট জেলা প্রশাসক মু. শুকুর আলীর স্বাক্ষরিত পত্রে এ তথ্য জানা গেছে।

(একে/জেএ/জুলাই ২৭, ২০১৪)