স্পোর্টস ডেস্ক, ঢাকা : ভারতের পেসার অশোক দিন্দার ২০১৩-১৪ মৌসুমটা ভালোই কেটেছে। বাংলার হয়ে সর্বোচ্চ উইকেট নেওয়ার পাশাপাশি রঞ্জি ট্রফিতে বাংলাকে সেমিফাইনালে তোলার পেছনেও যথেষ্ট অবদান ছিল তার। শুধু রঞ্জিতেই ৪০টি উইকেট নেন জাতীয় দলের এই ডানহাতি পেসার।

রঞ্জির ওয়ানডে ফরম্যাটে বিজয় হাজারে ট্রফিতেও দিন্দার ঝুলিতে রয়েছে ১৪টি উইকেট। তাই ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি)সেরা ক্রিকেটারের পুরস্কার পেলেন অশোক দিন্দা। শনিবার সিএবি-র জাঁকজমক অনুষ্ঠানে বাংলা পেসারের হাতে পুরস্কার তুলে দেন ভারতের সাবেক অধিনায়ক গুন্ডাপ্পা বিশ্বনাথ৷

এদিন ‘জেন্টেলম্যান ক্রিকেটার’-এর পুরস্কার পান ঋদ্ধিমান সাহা। গত আইপিএলের ফাইনালে কলকাতার বিপক্ষে তার করা সেঞ্চুরি এই স্বীকৃতি পেতে সহায়তা করেছে সাহাকে। ভারতীয় দলের হয়ে এই মুহূর্তে ইংল্যান্ড সফরে থাকায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি তিনি। আর মহিলাদের বর্ষসেরা ক্রিকেটার পুরস্কার পান লেগ-স্পিনার প্রিয়াঙ্কা রায়।

(ওএস/পি/জুলাই ২৭, ২০১৪৭)